মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ পবিত্র হজ্বব্রত পালন করতে গিয়ে হারিয়ে যাবার ৩০ বছর পর দেশে আসা গফুর মিয়াকে বয়স্ক ভাতা কার্ড প্রদান করা হয়েছে। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহের ঐকান্তিক প্রচেষ্টায় এ কার্ড প্রদান করা হয়। বানিয়াচং উপজেলার হাওর পাড়ের বাসিন্দা ১৪নং মুরাদপুর ইউনিয়নের গফুর আলী। প্রায় ৩০ বছর পূর্বে পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করেছিলেন। হজ্ব পালন শেষে ভিসা পাসপোর্ট হারিয়ে ফেলায় তিনি আর বাড়ীতে ফিরে আসতে পারে নি। পরবর্তীতে ইরান, ইরাক পাড়ি দিয়ে পাকিস্তান এর একটি মসজিদে আশ্রয় নেন গফুর আলী। এরই মধ্যে গফুর আলী তার দেশে থাকা আত্মীয় স্বজনসহ সবাইকে প্রায় ভুলে যান। কোন কিছু সে মনে রাখতে পারে নি। পাকিস্তানের মসজিদে অবস্থানের সময় তার সাথে কথা হয় সেখানকার এক যুবকের। ওই যুবক গফুর আলী সম্পর্কে জানতে চাইলে গফুর আলী শুধু জানায় তার বাড়ী বাংলাদেশ এর হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার মুরাদপুরে। এর বেশী আর কিছু সে বলতে পারে নি। দেশে যাওয়ার মতো আর্থিক অবস্থাও তার নেই। তখন ওই যুবক প্রধানমন্ত্রীর কার্যালয়ে ই-মেইল এর মাধ্যমে গফুর আলীকে দেশে ফেরত নেয়ার আহবান জানালে, বিষয়টি সরকারের নজরে আসে। পরবর্তীতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে হবিগঞ্জ জেলা প্রশাসককে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দিতে বলা হয়, হবিগঞ্জ জেলা প্রশাসক বানিয়াচং উপজেলা প্রশাসন কে গফুর আলী সম্পর্কে খোজ নিয়ে একটি প্রতিবেদন প্রেরণের নির্দেশ প্রদান করেন। গফুর মিয়াকে পাকিস্তান থেকে বাংলাদেশে নিয়ে আসার মতো তার পরিবারের আর্থিক সঙ্গতি না থাকায়। সরকারী ব্যবস্থাপনায় গফুর মিয়াকে গত বছরের জুলাই মাসের শেষ দিকে দেশে ফিরিয়ে আনা হয়। অসহায় হতদরিদ্র গফুর মিয়াকে গতকাল নিজ কার্যালয়ে ডেকে এনে উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহ তার হাতে শীতবস্ত্র এবং উপজেলা সমাজ সেবা অফিসের মাধ্যমে বয়স্ক ভাতার তালিকায় তার নাম অন্তর্ভূক্ত করে তার হাতে বয়স্ক ভাতার কার্ড তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।