স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ চরনুর আহম্মদ গ্রামে জায়গা নিয়ে দুই দল লোকের সংঘর্ষে অন্তস্বত্তা মহিলাসহ ১০ জন আহত হয়েছে। আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ওই গ্রামের মৃত মহিব উল্লার পুত্র ছইদ উল্লার সাথে রফিকুল ইসলামের স্ত্রী পারভিন আক্তারের ৫শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মঙ্গলবার এ বিরোধের জের ধরে উভয়পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষ হয়। এতে রুবেল মিয়া (২৫), রুশেনা বেগম (২৮), সেলিম মিয়া (৩২), কাওছার মিয়া (১৮), পারভীন বেগম (২৭), শিমু আক্তার (৩৫) আহত হয়। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।