সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন

নবীগঞ্জে লাল-সবুজ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মেধা বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০১৭
  • ৫১৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে লাল-সবুজ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মেধা বৃত্তি প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলার বাউসা ইউনিয়নের অন্তর্গত চৌধুরী বাজারে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়। এ উপলক্ষে গত বৃহস্পতিবার আয়োজিত আলোচনা সভায় বাউসা ইউনিয়ন চেয়ারম্যান ও লাল-সবুজ সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্ঠা মোঃ আবু সিদ্দিকের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মোকাদ্দিছ চৌধুরী ও শাহিন আলমের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট মদন মোহন কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম, নবীগঞ্জ জে.কে মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংগঠনের উপদেষ্ঠা মোঃ আব্দুস সালাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্ঠা মোঃ গোলাম রব্বানী, হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (রহঃ) উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ শফিকুর রহমান, মোঃ আব্দুল হাফিজ, শিক্ষানুরাগী হাজী মোঃ তরাশ উল্লা, প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর বখত চৌধুরী, হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (রহঃ) উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ কুবাদুর রহমান, সহকারী শিক্ষক মাওঃ মুস্তাকিম বিল্লাহ আতিকী।
বক্তব্য রাখেন সদস্য জুনেদ আহমেদ চৌধুরী ছামী, বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোঃ জসীম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবীর আজিম, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক মহসীন আহমেদ, সদস্য আবুল হাছান, মোঃ ছুরুক মিয়া, ধীরেশ দাশ, আনোয়ারা বেগম, মোঃ বদিউজ্জামান কামাল, হাছিনা আক্তার, মধু ভট্টাচার্য্য, মোঃ আব্দুল মুকিত, কাউছার আহমেদ, মোঃ ফিরুজ মিয়া, মোঃ গিয়াস উদ্দিন, ইছমত আহমেদ, মোঃ আব্দুল হাই রাহি। সভায় ৭জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান ও ৭৮জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com