স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজের শিক্ষকরা সংবাদ সম্মেলনে দাবি করেছেন বিসিএস পাশ ছাড়া কাউকে বিসিএস ক্যাডারভুক্ত করা যাবে না। তারা দাবি করেন, যে সকল বেসরকারী কলেজ জাতীয় করণ করা হয়েছে সেগুলো প্রধানমন্ত্রীর অনুসাশন ও জাতীয় শিক্ষা নীতি ২০১০ এর বিধিমালা মেনে তাদের জন্য আলাদা বিধি প্রণয়ন করতে হবে। গতকাল সোমবার বিকেলে হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজের শিক্ষক মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রফেসর দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী, মাহবুবা খানম চৌধুরী, সহকারী অধ্যাপক সুভাষ চন্দ্র দেব, ইলিয়াছ বখত চৌধুরী জালাল, প্রদীপ কুমার রায়, মনিরুল ইসলাম, সুহেলুর রহমান, সজিব দেব, জগলুল ইসলাম, খলিলুর রহমান, নজরুল ইসলাম, আব্দুল কাইয়ূম, জামান হোসেন প্রমুখ।