স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুর রেল সড়কে ট্রেনের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। গত রবিবার রাত ১টার দিকে সিলেটগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানার এএসআই দ্বীন মোহাম্মদের নেতৃত্বে একদল পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে ওই শিশুর মা বাকপ্রতিবন্ধী হওয়ায় শিশুর নাম জানা যায়নি। গতকাল ময়নাতদন্ত শেষে লাশটি আঞ্জুমান মফিদুল ইসলামের নিকট হস্তান্তর করা হয়। স্থানীয় লোকজন জানান, রশিদপুর রেল স্টেশনে তারা বসবাস করতো।