প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করা হযেছে। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় শ্রীমতপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী ছল্লুক মিয়ার বাড়িতে এক সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক হোসাইন আহমেদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি প্যানেল চেয়ারম্যান মোঃ আকবর আলী। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফুলর মিয়া। বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোতাহের হোসেন বাচ্চু, সাইফুল ইসলাম চৌধুরী, ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুল মুক্তাদির, কামরুজ্জামান সেলিম, আব্দুল জলিল, সাইদুর রহমান, রোহেল মিয়া, জুয়েল মিয়া প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে বজলু মিয়াকে সভাপতি ও কামরুজ্জামান চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।