স্টাফ রিপোর্টার ॥ আজ মঙ্গলবার জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এমপি আবু জাহির টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন হবে। আজ সন্ধ্যা ৭ টায় জালাল স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানকে বর্ণিল করতে আয়োজন করা হয়েছে আতশবাজি পুড়ানো ও সঙ্গীত সন্ধ্যার। তবে উদ্বোধনী খেলা মাঠে গড়াবে বুধবার। আধুনিক স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করবে শ্যামলী ক্রিকেট ক্লাব বনাম গ্রীণ সিলেট।
আজ সন্ধ্যায় জালাল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে টুর্ণামেন্টের উদ্বোধন করবেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির। জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ও প্রাণ-আরএফএল গ্র“পের পরিচালক ইলিয়াছ মৃধা। উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ফরহাদ হোসেন কলি।
টুর্ণামেন্টে হবিগঞ্জ প্রিমিয়ার লীগের ৮টি দল ছাড়াও সিলেট বিভাগের আরও ৪টি দল অংশগ্রহণ করবে। হবিগঞ্জের প্রতিটি দল ৩ জন করে বাইরের খেলোয়াড় দিয়ে খেলাতে পারবে। অংশগ্রহণকারী দলগুলো হল, উত্তরণ সংসদ, শাপলা ক্রীড়া চক্র, মডার্ণ ক্লাব, গ্রীণ স্পোর্টিং ক্লাব, ইয়ং ব্রাদার্স ক্লাব, শ্যামলী ক্রীড়া চক্র, অন্তরঙ্গ ক্লাব, স্বর্ণালী ক্রিকেট ক্লাব, সিলেটের গ্রীণ সিলেট, টাইগার্স ক্রিকেট সিলেট, ফ্যান্টন গ্র“প সুনামগঞ্জ ও মাহদিস ক্রিকেট ক্লাব মৌলভীবাজার।