চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের ভোলারজুম গ্রামের মৃত মামদ হুছন উরপে ডুগল মিয়ার পুত্র ছোলেমান (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার মিরাশী ইউনিয়নের জালিয়াবস্তি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ছোলেমানের বিরুদ্ধে আদালতে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামী ছিল। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী ছিল। চুনারুঘাট থানার এএসআই সুমন মিয়াসহ একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ছোলেমানকে গ্রেফতার করে। সে দীর্ঘদিন ধরে পুলিশের চোখে ফাঁকি দিয়ে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল।