নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইমাম-বাওয়ানী চা বাগানের প্রায় দেড় শতাধিক শ্রমিকদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত এই শীতবস্ত্র শ্রমিকদের হাতে তুলে দেন নবীগঞ্জ-বাহুবলের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার ও গোপলার বাজার পুলিশ ফাড়িঁর ইনর্চাজ মোঃ আশরাফুল ইসলাম। শীতবস্ত্র বিতরণকালে অতিথিরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন। তাই দারিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছেন। তারা দেশরতœ শেখ হাসিনা’র পাশে থাকার জন্য চা-শ্রমিকদের প্রতি আহ্বান জানান।