প্রেস বিজ্ঞপ্তি ॥ গত৯ জানুয়ারি ঢাকা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির আয়োজনে নব-জাতীয়করণ বিদ্যালয়ের ৪র্থ বর্ষ উয্াপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির উপদেষ্টা এবং দি-বাংলাদেশ প্রাইমারী টিচার্স হসপিটাল ও মেডিকেল কলেজ লিঃ এর চেয়ারম্যান ড. মহিউদ্দিন খান আলমগীর চেয়ারম্যান।
বিশেষ অতিথি ছিলেন সাবেক শিক্ষা সচিব নুরুল ইসলাম খান, অতিরিক্ত সচিব, চেয়ারম্যান ট্রাস্কফোর্স কমিটি ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক নজরুল ইসলাম খান, শ্যামল কান্তি ঘোষ, মেয়র তাজিমুল ইসলাম শামীম,
অনুষ্ঠান শুরুতে সকাল ১০টায় স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পথিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। ধানমন্ডি ৩২নং বাড়ী থেকে ঢাকা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট পর্যন্ত শান্তিপূর্ণভাবে আনন্দ মিছিল পালন করা হয়। অনুষ্ঠানের ২য় অধিবেশনে বিশেষ কাউন্সিল অনুষ্টিত হয়। উক্ত অনুষ্ঠানের অতিথিদের উপস্থিতিতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি হবিগঞ্জ জেলার শাখার সাধারণ সম্পাদক একে আজাদকে কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত করা হয়। তিনি কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হওয়ায় কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দকে বিশেষ করে জাতীয়কণের প্রাণপুরুষ মহা-সচিব আলহাজ্ব মনছুর আলীকে শুভেচ্ছা অভিনন্দন ও কতৃজ্ঞতা জানান।
গতকাল বিকাল ৪টায় সদর উপজেলা মিলনায়তনে সদর উপজেলার সকল নব-জাতীয়করণ শিক্ষক এ, কে, আজাদকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
উল্লেখ, ৯ জানুয়ারী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এক ঐতিহাসিক শিক্ষক সমাবেশে ২৬১৯৩টি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ ঘোষনা করে এক যুগান্তকারী ইতিহাস সৃষ্টি করেন।