মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চিন্ময় দাসের শাস্তি ও ইসকন নিষিদ্ধের দাবীতে সংগ্রাম পরিষদের বিক্ষোভ মিছিল ॥ দাবী না মানলে দুর্বার আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়বে-আল্লামা ওলিপুরী বানিয়াচঙ্গের বিথঙ্গল মাছুয়াটেক সেচ প্রকল্পের সাবেক ম্যানেজারের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদ সভা মাধবপুরে দুইটি দোকান পুড়ে ছাই নবীগঞ্জে সেনাবাহিনীর বিশেষ আইন শৃংখলা সভা অনুষ্ঠিত বিএনপি নেতা গাজী আফজল আর নেই ॥ জিকে গউছের শোক দুই দফা দাবী হবিগঞ্জে বিচার বিভাগীয় কর্মচারি এসোসিয়েশনের কর্মসূচি পালিত মাধবপুর বাসস্ট্যান্ড থেকে অসচেতন অবস্থা উদ্ধার হওয়া যুবকের মৃত্যু গাজী আফজলের মৃত্যুতে বিএনপি নেতা আহমেদ আলী মুকিব এর শোক প্রকাশ নবীগঞ্জে মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি ইয়াওর মিয়ার সহধর্মীনী সাবিরা খাতুনের ইন্তেকাল শহরতলীর আলম বাজারে স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষে অর্ধশতাধিক আহত

নবীগঞ্জে সুধী সমাবেশে এডঃ আবু জাহির এমপি ॥ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে দেশ হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবে

  • আপডেট টাইম সোমবার, ১৬ জানুয়ারী, ২০১৭
  • ৪১০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবু জাহির এমপি বলেছেন, দেশরতœ শেখ হাসিনা’র নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। হবিগঞ্জে ২৫০ শয্যার হাসপাতাল প্রতিষ্টিত হয়েছে, মেডিকেল কলেজ স্থাপিত হয়েছে। আধুনিক ষ্টেডিয়াম করা হয়েছে। বৃন্দবন কলেজে অনার্স কোর্স চালু হয়েছে। আগামী কিছু দিনের মধ্যে হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে। এতে সমগ্র হবিগঞ্জ জেলার মানুষ এর সুফল পাবে। এডভোকেট আবু জাহির এমপি বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে মানুষ পেট ভরে ভাত খেতে পারে। বিএনপি সরকার ভাতের পরিবর্তে আলু খাওয়ার কথা বলেছিল। আওয়ামীলীগ সরকার বছরের প্রথম দিনে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে বই বিতরণের পাশাপাশি বিনামূল্যে সার, বীজ বিতরণ করে রেকর্ড সৃষ্টি করেছে। তিনি গতকাল রোববার দুপুরে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়ন পরিষদ ভবনের সংস্কার কাজের উদ্বোধন ও মিলাদ মাহফিল অনুষ্টানের পূর্বে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন। তিনি নবীগঞ্জের উন্নয়নেও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও গজনাইপুর ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবলের সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জেলা পরিষদ সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খান, প্রাক্তন ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, পুটিজুরি ইউপির প্রাক্তন চেয়ারম্যান মুদ্দত আলী, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাবের আহমদ চৌধুরী, ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মাহমুদ মিয়াসহ ইউনিয়নের সদস্য-সদস্যাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com