চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার সুতাং নদীর “গ” অংশ হাইকোর্টের স্ট্যাটাস্কো নিয়ে নদীর “খ” অংশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন প্রভাবশালী একটি মহল। নদীর এক অংশ লীজের নাম করে অন্য অংশ থেকে বালু উত্তোলন করে প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে ওই মহলটি। এতে সরকার বিপুল পরিমান রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। স্থানীয় প্রশাসন এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছেনা বলে অভিযোগ স্থানীয়দের।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার দেওরগাছ গ্রামের জিতু মিয়া নামে জনৈক ব্যক্তি মহামান্য হাইকোর্ট থেকে একটি স্ট্যাটাস্কোর আদেশ এনে সুতাং নদীর ‘গ’ অংশ থেকে কয়েক মাস পূর্বে বালি উত্তোলন শুরু করেন। কিন্তু ‘গ’ অংশে পর্যাপ্ত পরিমান বালু না থাকায় কিছুদিন পর থেকেই তিনি অবৈধভাবে ড্রেজার মেশিন স্থাপন করেন সুতাং নদীর ‘খ’ অংশে। গত ১৫ দিন ধরে তিনি মেশিন দিয়ে বালু উত্তোলন করে তার মহালে এনে বিক্রি করছেন। প্রতিদিন ৬০ থেকে ৭০ ট্রাক্টর বালু উত্তোলন করে আমতলী আনা হচ্ছে। সেখান থেকে ট্রাকযোগে দেশের বিভিন্ন স্থানে এ বালু বিক্রি করা হচ্ছে। এতে প্রতিদিন হাতিয়ে নেয়া হচ্ছে হাজার হাজার টাকা। অথচ এ বালু মহাল থেকে সরকার কোন রাজস্ব পাচ্ছেনা। তিনি বিভিন্ন স্থানে ম্যানেজ করে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করার অভিযোগ উঠেছে।