প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের দেবপাড়া গ্রামের মক্তবের বার্ষিক মুল্যায়ন পরীক্ষায় মেধাবী পুরস্কার বিতরণ ও শিক্ষার্থীকে পবিত্র কোরআন শরীফ ছবক প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গত ১১ জানুয়ারী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইমামবাড়ি মাদ্রাসার শায়কুল হাদীস আতাউর রহমান, বিশেষ অতিথি ছিলেন, ইমামবাড়ি মাদ্রাসার সভাপতি মোঃ নুরুল ইসলাম চৌধুরী। এতে উপস্থিত ছিলেন, ইমামবাড়ি মাদ্রাসার শিক্ষক মাওঃ মহিবুর রহমান, বিশিষ্ট মুরুব্বী হাজী আব্দুল মতিন সহ গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ। শ্রেষ্ট ইমাম মাওঃ বাহাউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বার্ষিক মুল্যায়ন পরীক্ষায় মেধাবী ১২ জনকে পুরস্কার ও ৭ জন শিক্ষার্থীকে পবিত্র কোরআন শরীফ ছবক প্রদান করা হয়।