স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের দ্বিগাম্বর ছিদ্দিকীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার নতুন ভবনের নাম দেওয়ান ফরিদ গাজী ভবন নামে নামকরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে দ্বিগাম্বর ছিদ্দিকীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি পুটিজুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মুদ্দত আলীর সভাপতিত্বে ও মাদ্রাসা সুপার মাওলানা রফিকুল ইসলাম জাফরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব দেন খন্দকার রাজা মিয়া, আব্দুল মহিত, বজলুর রহমান, তছকির মিয়া তালুকদার ও কাজী মাওলানা জাহাঙ্গীর আলম ফারুকী প্রমুখ। সভায় মাদ্রাসার শিক্ষানুরাগী সদস্য ইয়াকুব উল্লা মহালদারের প্রস্তাবে সর্বসম্মতিক্রমে নতুন ভবনকে দেওয়ান ফরিদ গাজী ভবন নামে নামকরণের সিদ্ধান্ত গৃহীত হয়।
গত ১০ ডিসেম্বর মাদ্রাসার নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি নবীগঞ্জ-বাহুবলের এমপি এমএ মুনিম চৌধুরী বাবুর বক্তব্যে দেওয়ান ফরিদ গাজীর অবদানের কথা উল্লেখ করে নতুন ভবনটিকে দেওয়ান ফরিদ গাজী ভবন নামে নামকরণ করার প্রস্তাব করেন। এরি পরিপ্রেক্ষিতে ভবনটির নাম করন করা হয়।
প্রসঙ্গত, উক্ত মাদ্রাসার স্বীকৃতি মঞ্জুরী, এমপিও ও ভবন নির্মাণ সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর প্রচেষ্টায় হয়েছিল।