নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ সদর থেকে প্রকাশিত দৈনিক বিবিয়ানা পত্রিকার বার্তা সম্পাদক পদে যোগ দিয়েছেন সাংবাদিক মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম। তিনি দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি হিসাবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। ২০১২ সাল থেকে বিবিয়ানা পত্রিকায় নিজ দক্ষতা ও যোগ্যতায় স্টাফ রিপোর্টার হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন। গতকাল শুক্রবার কর্তৃপক্ষের সিদ্ধান্তে বার্তা সম্পাদক পদে যোগদান করেন। ১৫ জানুয়ারী থেকে তাঁর এ নিয়োগ কার্যকর হবে। বর্তমানে কর্মময় জীবনে নানা বাধা বিপত্তির মধ্য দিয়ে সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সচেষ্ট থেকেছেন। তিনি বর্তমানে নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য হিসাবে দায়িক্ত পালন করছেন। নতুন দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।