নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে গরু চুরি ও মাদক মামলাসহ একাধিক মামলার পলাতক আসামী দিপু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সে ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের রয়ফর উল্লার পুত্র। গতকাল ভোররাতে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই ধর্মজিৎ সিনহার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে দিপুকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, দিপু এলাকার গরু চোরের গডফাদার। তার নেতৃত্বে সংঘবদ্ধ একটি গরু চোর চক্র রয়েছে। তাছাড়া সে এলাকায় ইয়াবা বিক্রয়কারী। তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারী পরোয়ানা থাকলেও সে এত চতুর যে হাতের কাছে পেলেও পুলিশ তাকে গ্রেফতার করতে ব্যর্থ হয়। অবশেষে সে পুলিশের খাঁচায় বন্দি হলো। নবীগঞ্জ থানার মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।