স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামে ষাড়ের শিংয়ের আঘাতে চম্পা খাতুন (৫০) নামের এক প্রতিবন্ধী মহিলা গুরুতর আহত হয়েছেন। মূর্মূর্ষূ অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ওই গ্রামের মৃত মর্তুজ আলীর স্ত্রী। শনিবার সকালে এ দূর্ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, চম্পা বেগম তার পালিত এক ষাড়কে খাবার দিতে যান। এ সময় ওই ষাড় শিং দিয়ে আঘাত করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। চম্পা বেগম ওই গ্রামের মৃত মর্তুজ আলীর স্ত্রী।