স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার পশ্চিম লালক্ষীরা গ্রামে ট্রাক্টর চাপায় জুনায়েদ মিয়া (৬) নামের এক স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে। সে ওই গ্রামের উস্তার মিয়ার পুত্র। শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আহত সূত্রে জুনায়েদ ওই সময় সড়ক পারাপার হচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তার পাশে ছিটকে পড়ে আহত হয়। স্থানীয় লোকজন ট্রাক্টর আটক করে মুর্মূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।