নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ডাঃ মুশফিক হোসেন চৌধুরী নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী বলেছেন, খেলাধুলায় মনোবেশিত থাকায় আজ যুব সমাজ নানা বিপদগামী থেকে দুরে সড়ে আসছে। লেখা পড়ার পাশাপাশি যুব সমাজকে খেলাধুলায় মনোবেশিত থাকার আহ্বান জানান। গতকাল শনিবার সন্ধ্যায় গন্ধ্যা যুব সমাজ কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন সাবেক পৌর কমিশনার জয়নাল আবেদীন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, পৌর সভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, প্রেসক্লাব সভাপতি এম এ আহমদ আজাদ, সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার শিকদার, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, সাবেক ছাত্রলীগের সহ-সভাপতি মীর তাহিদ মিয়া, আক্তারুজ্জামান চৌধুরী রোহেল, ছাত্রলীগের সভাপতি আবু ছালেহ জীবন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওতাজ্জুমান চৌধুরী তপু, পারভেজ, কাশেম, ছুরুক মিয়া প্রমূখ।