স্টাফ রিপোর্টার ॥ শপথ গ্রহন করেছেন হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। গতকাল বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান। পরে প্রধানমন্ত্রী শপথ নেয়া চেয়াম্যানগণকে সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, ভোগ নয়, জনগণের কল্যাণেই সরকার, যা আজ প্রমাণিত। উন্নয়নের ধারাবাহিকতা যেনো ব্যাহত না হয় সেদিকে খেয়াল রেখেই কাজ করতে হবে প্রতিনিধিদের।
উল্লেখ্য, জেলা পরিষদের ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথের দিনক্ষণ এখনো নির্ধারণ করা হয়নি। জানা গেছে, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী স্বল্প সময়ের মধ্যে তাদের শপথ বাক্য পাঠ করাবেন।