নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে এক বাড়িতে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় এলাকাবাসী এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক ডাকাত উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের আব্দুর রউফের ছেলে জামাল উদ্দিন। মঙ্গলবার দিবাগত গভীর রাতে কুর্শি ইউনিয়নের তাহিরপুর গ্রামের অটোরিক্সা মালিক সমিতির সাধারণ সম্পাদক আশ্বাফ আলীর বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত গভীর রাতে কুর্শি ইউনিয়নের তাহিরপুর গ্রামের অটোরিক্সা মালিক সমিতির সাধারণ সম্পাদক আশ্বাফ আলীর বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা ঘরের গ্রীল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে গৃহকর্তা আশ্বাফ আলীকে জিম্মি করে ১৫ ভরি স্বর্ণ, ১টি ল্যাপটপ, নগদ ২০ হাজার টাকাসহ মূল্যবান মালামাল লুট করে। ডাকাতি শেষে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় পরিবারের লোকজনের সুর চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে ডাকাতদের ধাওয়া করে। এ সময় জামাল উদ্দিনকে গ্রামবাসী আটক করতে সক্ষম হলেও অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়। পরে গ্রামবাসী গণধোলাই দিয়ে আটক জামালকে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশের কাছে সোপর্দ করে।
উল্লেখ্য যে, নবীগঞ্জে ইতোপূর্বেও বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে। নবীগঞ্জ শহরেই একাধিক বাসায় ডাকাতি হয়েছে। কিন্তু আইনপ্রয়োগকারী সংস্থাকে এব্যাপারে তেমন পদক্ষেপ নিতে দেখা যায়নি। এদিকে জনতার হাতে আটক জামালের ব্যাপারে খোঁজ নিতে গিয়ে এলাকাবাসীর কাছ থেকে ওই গ্রামসহ এলাকার আরো বেশ কয়েকজন ডাকাতির সাথে জড়িত রয়েছে। একই গ্রামের এক ডাকাতের হাত ধরেই জামালসহ অন্যান্যরা ডাকাতি পেশায় নেমেছে।
জনৈক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, মূল হোতা বর্তমানে শ্রীমঙ্গলে বসবাস করছে। সে আটক জামালের ঘনিষ্ট আত্মীয় বলে জানা গেছে। মাঝে মধ্যে ওই হোতা চুপিসারে এলাকায় আসে। এলাকায় আসার পরপরই কোন কোন ডাকাতির ঘটনা ঘটে থাকে।