স্টাফ রিপোর্টার ॥ অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৪ যৌনকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে তাদেরকে হাজির করে পুলিশ। এ সময় ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদেরকে কারাদন্ড দেন আদালত। দন্ডপ্রাপ্তরা হল সদর উপজেলার আলাপুর গ্রামের সুন্দর আলীর স্ত্রী নিহার বেগম (৩২), রিচি গ্রামের মোশাহিদের স্ত্রী আলেয়া বেগম (২০), শ্রীমঙ্গল উপজেলার খাসগাও গ্রামের তৈয়ব আলীর স্ত্রী শোভা বেগম (২২) ও কুলাউড়া উপজেলার ছোট কুলাউড়া গ্রামের ঝুমা বেগম (২০)। এর আগে গতকাল দুপুরে সদর থানা পুলিশ শহরের মুসলিম কোয়ার্টার এলাকার একটি বাসা থেকে তাদের আটক করে। এ সময় খদ্দেররা পালিয়ে যায়। ভ্রাম্যমান আদালত নিহারকে ১০ দিনের এবং অপর যুবতীদের ৩ দিন করে কারাদন্ড প্রদান করেন।