শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

বাহুবলে ক্লাবঘর আগুনে পুড়ে ছাই তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০১৭
  • ৪৩৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে অগ্নিকাণ্ডে একটি ক্লাবঘর পুড়ে ছাই হয়েছে। পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে দাবী করছেন ক্লাবের সদস্যরা। অগ্নিকাণ্ডের ফলে তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের পূর্বজয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চার জনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত ক্লাব সদস্যরা জানান, প্রায় দুই বছর আগে উপজেলার পূর্বজয়পুর গ্রামে এলাকার শিক্ষিত ও স্বল্পশিক্ষিত অর্ধশত যুবকদের নিয়ে সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে সাধারণ মানুষকে সহযোগীতা করার লক্ষ্যে “সমাজ বিনির্মান সংস্থা” নামের ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। পরে ওই এলাকার বিশিষ্ট সাংবাদিক অভিজিত ভট্রাচার্য্য ৫ শতক জমি দান করলে ঐ জমির উপর একটি টিনশেড ঘর তৈরি করা হয়। আর এখানে বসেই ক্লাবের সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। কিছুদিন যাওয়ার পর এই ক্লাবের কর্মকাণ্ডে বাঁধা হয়ে দাড়ান পাশের দাসপাড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে মো. কুতুব মিয়া (৩৫)। তিনি এলাকার প্রভাবশালী লোকজনদেরকে নিয়ে কার্যালয়টি দখল করার অপচেষ্টায় লিপ্ত হয়ে ক্লাবের দায়িত্বশীলদের বিভন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। এ ব্যাপারে ক্লাবের সভাপতি ওয়াহিদ মিয়া বাদী হয়ে বাহুবল থানায় সাধারণ ডায়রী করেন (জিডি নং ৯১১, তারিখ ১১-১১-২০১৬)। এরই জের ধরে মঙ্গলবার দিবাগত রাতে পেট্রোল ঢেলে ক্লাব ঘরে আগুন দেয়া হয় বলে সদস্যরা জানান। পাশের বাড়ির ক্লাব সদস্য এরশাদ মিয়া রাত আড়াইটার দিকে প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। চিৎকারে স্থানীয় লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা চালালেও এরই মধ্যে ঘরে থাকা টিভি, চেয়ার টেবিল, মুল্যবান কাগজপত্র সহ সম্পূর্ণ ঘরটি ভস্মিভূত হয়ে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়েছে। খবর পেয়ে বুধবার সকালে কামাইছড়া পুলিশ ফাঁড়ি ইনছার্জ এসআই রুপু কর ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে ক্লাবের সভাপতি মোঃ ওয়াহিদ মিয়া জানান, ক্লাবের জমিটি দখল করার জন্য দুর্বৃত্তরা রাতের অন্ধকারে ঘরটি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আমরা চার জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
বাহুবল মডেল থানার ওসি মোঃ মনিরুজ্জামান বলেন, ক্লাবের জমি নিয়ে বিরোধের বিষয়টি পূর্বে থেকেই আমার জানা, অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্তপূর্বক দুর্বৃত্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com