প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার খনকারীপাড়া গ্রামে এভারগ্রীণ স্পোটিং ক্লাব আয়োজিত “খনকারীপাড়া প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্ণামেন্ট” এর শুভ উদ্বোধন করা হয়েছে। এম এ মুনিম চৌধুরী বাবু এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গত ১০ জানুয়ারী উক্ত টুর্ণামেন্টের উদ্বোধন করেন।
জেলা বিএনপির সাবেক সভাপতি সফিকুর রহমান চৌধুরী ফারছু’র সভাপতিত্বে ও নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার এম এ বাছিত।
এতে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুর গফুর চৌধুরী, যুবলীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী আবু ইউসুফ চৌধুরী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সোহেল আহমেদ চৌধুরী রিপন, কেন্দ্রীয় যুবলীগ সদস্য আব্দুল মুকিত চৌধুরী, জিল্লুর রহমান শিপু, মুকিত চৌধুরী, জুয়েল আহমেদ, শাহজাহান মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল চৌধুরী রাহেল, খালেদ চৌধুরী, সিরাজ মিয়া, আব্দুল আলী, ফারুক মিয়া প্রমূখ। উদ্বোধনী খেলায় সততা স্পোটিং ক্লাবকে ২ ইউকেটে হারিয়ে ওসমানী স্পোটিং ক্লাব জয় লাভ করে।