নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ মানবাধিকার কমিশন নবীগঞ্জ উপজেলা শাখার সম্মেলন গত সোমবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্টিত হয়। মানবাধিকার কমিশন নবীগঞ্জ উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সাংবাদিক সাইফুল জাহান চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রভাষক উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মানবতাবাদী হারুনুর রশিদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সরওয়ার, বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি কবি তাহমিনা বেগম গিনি, সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক মানবতাবাদী এস এম খোকন। সম্মেলনে সর্ব সম্মতিক্রমে ফখরুল আহসান চৌধুরীকে সভাপতি, সাইফুল জাহান চৌধুরীকে নির্বাহী সভাপতি, প্রভাষক উত্তম কুমার পাল হিমেলকে সাধারন সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট মানবাধিকার কমিশন নবীগঞ্জ উপজেলা শাখা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি এডঃ রাজীব কুমার দে তাপস, এটিএম সালাম, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন বেলাল, সাংগঠনিক সম্পাদক সলিল বরন দাশ, অর্থ সম্পাদক মোজাহিদ আলম চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক প্রভাষক রাফু বেগম চৌধুরী, আন্তজার্তিক বিষয়ক সম্পাদক সাইফুর রহমান খাঁন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাকিল হোসেন, দপ্তর সম্পাদক উজ্বল সরদার, আইন বিষয়ক সম্পাদক আমিনুর রহমান স্বপন, সাংস্কৃতিক সম্পাদক সুশান্ত বৈদ্য, সমাজ কল্যান সম্পাদক মাহবুবুর রহমান রাজু। নির্বাহী সদস্যরা হলেন, প্রভাষক রেজাউল আলম, প্রমথ চক্রবর্ত্তী বেনু, পবিত্র বনিক, এম এ আহমদ আজাদ, সরওয়ার শিকদার, জ্যোতিষ রঞ্জন সরকার, সাবের আহমদ চৌধুরী, মতিউর রহমান মুন্না, মোঃ তাজুল ইসলাম, তোফাজ্জল হোসেন।