নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কামারগাঁও সাইনবোর্ডে গতকাল বুৃধবার রাত ৮টায় এলাকাবাসীর আয়োজনে ব্যাডমিন্টন প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডঃ মোঃ আলমগীর চৌধুরী। ইউপি চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়ার সভাপতিত্বে ও মিটু দেব এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, ইউপি আওয়ামী লীগের সভাপতি গোলাম হোসেন, সাধারণ সম্পাদক সুজাত চৌধুরী, ইউপি সদস্য ফখরুল ইসলাম, ইউসুফ আলী, দুলন মিয়া, খছরুজ্জামান খছরু, সাংবাদিক ও গীতিকার এম. মুজিবুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক হাজী মদরিছ মিয়া, ছাদির আহমেদ চৌধুরী, কৃষকলীগ নেতা ফজলু মিয়া চৌধুরী, ব্যবসায়ী আলী হোসেন, সাবেক কৃতি ফুটবলার জালাল চৌধুরী, সমাজ সেবক আব্দুস সামাদ বাবলু, শিক্ষক ফখরুল ইসলাম, আব্দুল মোমিন, বুরহান মিয়া, খালিছ মিয়া, সিপার আহমেদ চৌধুরী, সাহিদ মিয়া, শিপন চৌধুরী, জুয়েল মিয়া, মুমাদ চৌধুরী, লিলন দেব, মিঠুন দেব, আব্দুল মুকিত, জান্নাত চৌধুরী প্রমূখ।