স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কুর্শা খাগাউড়া গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুই দল লোকের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪টায় এ সংঘর্ষ হয়।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের চৈতুন বিবির সাথে একই গ্রামের সুনেরা বেগমের বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে উভয়পক্ষের মহিলারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১০ জন আহত হয়। আহত অবস্থায় চৈতুন বিবি (৬০), লতিফা (৪০), আলামিন (১৫), ফাহিমা (২০), রহিম (১২), কামরুজ্জামান (৩০), সুনেরা বেগম (২০) ও আব্দুল হাই (৩৫) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।