স্টাফ রিপোর্টার ॥ শহরের রাজনগর এলাকা থেকে বিস্ফোরক মামলায় ছাত্রদল নেতা সাজন মিয়া (২০) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গতকাল বুধবার দুপুরে সদর থানার এসআই দৌস মোহাম্মদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ওই এলাকা থেকে তাকে আটক করে। সাজন ওই এলাকার বাচ্চু মিয়ার পুত্র। পুলিশ সূত্র জানায়, সাজনের বিরুদ্ধে বিস্ফোরকসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এতদিন সে আত্মগোপনে ছিল।