মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলায় অংশগ্রহনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান প্রধান অতিথি হিসাবে অংশগ্রহনকারীদের মধ্যে এ পুরস্কার তুলে দেন। উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) টিনা পালের সভাপতিত্বে পুরস্কার বিতরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, থানার অফিসার ইনচার্জ মোঃ মোকতাদির হোসেন, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, আদাঐর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক পাঠান, শাহজাহানপুর ইউ/পি চেয়ারম্যান তৌফিক আলম চৌধুরী, উপজেলা পঃ পঃ কর্মকর্তা আকিব উদ্দিন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ মুছা মিয়া প্রমূখ। মেলায় ৪৫টি ষ্টল অংশ গ্রহন করেন এর মধ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ষ্টলটি ১ম স্থান অধিকার করে এবং বিভিন্ন বিভাগীয় কার্যক্রমের উপস্থাপনার মধ্যে ১ম স্থান অর্জন করেন পঃপঃ কর্মকর্তা মোঃ আকিব উদ্দিন।