মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বুল্লায় নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে সেলাই প্রশিক্ষনার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অংশগ্রহণ উদ্ধুদ্ধকরণ, নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ নির্মূল, প্রাকৃতিক দূর্যোগ সচেতনতা ও ঝুঁকিহ্রাস, বাল্য বিবাহ, নারী ও শিশু পাচারে সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বুধবার সকালে উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও ভাইস চেয়ারম্যান এডঃ সুফিয়া আক্তার হেলেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বুল্লা ইউপি চেয়ারম্যান শামছুল ইসলাম মামুন। নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ইউপি সদস্য সেলিনা আক্তার, কাউন্সিলর ইসরাত জাহান ডলি, ইউপি সদস্য শ্যামলী রাণী দেব প্রমুখ।