মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর বাজার মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে বাজারের আইনশৃখলা রক্ষায় এক জরুরী সভা অনুষ্টিত হয়েছে। বুধবার সকালে ঝুলন মন্দির প্রাঙ্গনে এসোসিয়েশনের সভাপতি মনোজ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃংখলা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এস এম রাজু আহম্মেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোকতাদির হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাপা সভাপতি কদর আলী মোল্লা, কাউন্সিলর অজিত পাল, সাবেক কাউন্সিলর দুলাল মোদক, ব্যবসায়ী নেতা জীবন কৃষ্ণ বনিক, শাহ মোঃ সেলিম, দিলিপ কুমার রায়, মশিউর রহমান বাদশা, কাজল কুমার রায়, শহীদ মিয়া, হাজী সামসুল হক, জগদিশ ঘোষ প্রমুখ। মাধবপুর বাজারকে নিরাপত্তা বলয়ের আওতায় আনতে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।