রায়হান আহমেদ, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাটে গরীব খ্রিষ্টান ধর্মাবলম্বী পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় চুনারুঘাট উপজেলার পারকুল, নাছিমাবাদ ও গরমছড়ি এলাকায় বসবাসরত ৫০টি গরীব খ্রিষ্টান পরিবারের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা এসব কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মাসুদুল ইসলাম, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সেক্রেটারি খন্দকার আলাউদ্দিন, উপজেলা নির্বাহী অফিসের নাজির কৃষ্ণ কুমার সিংহ প্রমুখ।