চুনারুঘাট প্রতিনিধি ॥ বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সাথে চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবু তাহেরের নেতৃত্বে সৌজন্য সাক্ষাত করেছেন জনপ্রতিনিধিগণ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেটস্থ অর্থমন্ত্রীর বাসভবনে এ সাক্ষাত করেন তাঁরা। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, গাজীপুর ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবীর খান, দেওরগাছ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুন্নাহার চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, উবাহাটা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রজব আলী, সাটিয়াজুড়ী ইউপি চেয়ারম্যান আঃ রশিদ মাস্টার, রাণীগাও ইউপি চেয়ারম্যান নুরুল মুুনিম চৌধুরী ফারুক, মিরাশী ইউপি চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন, সিলেটস্থ চুনারুঘাট সমিতির সভাপতি মাসুদ আহমেদ। সৌজন্য সাক্ষাতে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, চুনারুঘাটের উন্নয়নে আমার সুনজর থাকবে।