স্টাফ রিপোর্টার ॥ পটুয়াখালীতে ৭৮২ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে নির্মানাধীন দেশের সর্ববৃহত্তম ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করছেন এডভোকেট মোঃ আবু জাহির এমপিসহ বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ সম্পার্কিত স্থায়ী কমিটির নেতৃবৃন্দ। গতকাল কমিটির সভাপতি তাজুল ইসলাম এমপির নেতৃত্বে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-সদর লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহিরসহ অন্যান্য নেতৃবৃন্দ। এই বিদ্যুৎ কেন্দ্র নির্মানকাজ শেষ হলে দক্ষিণাঞ্চলের তথা বরিশাল অঞ্চলের কুয়াকাটা সমুদ্র সৈকত ও বাংলাদেশের ৩য় সমুদ্র বন্দর, পায়রা বন্দরেরর বিদ্যুতের চাহিদা পূরন সম্ভব হবে।
এ সময় তারা প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেন।