স্টাফ রিপোর্টার ॥ দৈনিক হবিগঞ্জের জননী পত্রিকা অফিসে চা-চক্রে অংশগ্রহণ করেছেন হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার রাত ৮টায় পত্রিকা অফিসে এ চা-চক্র অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি মুক্তিযোদ্ধ গোলাম মোস্তাফা রফিক, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, হারুনুর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নির্মল ভট্টাচার্য রিংকু, শাহ ফখরুজ্জামান, সিনিয়র সদস্য সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, যুগ্ম সম্পাদক আবু ছালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী শওকত, নিবার্হী সদস্য রাসেল চৌধুরী, কোষাধ্যক্ষ শ্রীকান্ত গোপ। প্রেসক্লাব নেতৃবৃন্দকে অভ্যার্থনা জানান, হবিগঞ্জে জননী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এনএম ফজলে রাব্বী রাসেল, নির্বাহী সম্পাদক শরিফ চৌধুরী, বার্তা সম্পাদক কামরুল হাসান ও চিফ রিপোর্টার কাজল সরকার।