নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে উন্নয়ন মেলাকে ঘিরে জনসাধারণের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। ৪১টি স্টলে প্রতিদিনই জনতার উপচে পড়া ভীড় লক্ষ্য করা যাচ্ছে। সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে দেখানো হচ্ছে। মেলার সার্বিক কার্যক্রম তদারকি করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার। প্রতিদিনই বিকেলে অনুষ্ঠিত হচ্ছে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান ও ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন কুইজ কুইজ প্রতিযোগীতা। এতে অংশগ্রহণ করছেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্র-ছাত্রীবৃন্দ। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করছেন দেশের সুনামধন্য কন্ঠ শিল্পীরা। নবীগঞ্জের ইতিহাসে এবারই প্রথম এমন জমজমাট উন্নয়ন মেলা অনুষ্ঠিত হচ্ছে। এদিকে গতকাল মঙ্গলবার সকালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) জীতেন্দ্র কুমার নাথের পরিচলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদ, সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, আউশকান্দি ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক লোকমান আহমেদ খাঁন, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক সেলিম তালুকদার, নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বাংলা টিভি প্রতিনিধি মতিউর রহমান মুন্না, জাপা নেতা মুরাদ আহমেদ প্রমুখ। এছাড়াও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করে মেলার কার্যক্রম দেখেন। সেরা স্টলগুলোকে বুধবার মেলার শেষ দিনে পুরস্কৃত করার ঘোষনা দেন উপজেলা নির্বাহী অফিসার।