বাহুবল প্রতিনিধি ॥ ঢাকা সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মহিষদুলং গ্রামের পাশে সিএনজি অটোরিক্সার চাপায় জুমা আক্তার (৬) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে জুমা আক্তার বাড়ি থেকে বের হয়ে রাস্তা পারাপার হতে ছিল। ওই সময় ডুবাঐ বাজারগামী একটি অজ্ঞাত সিএনজি অটোরিক্সা মেয়েটিকে ধাক্কা দিলে জুমা ঘটনাস্থলেই মারা যায়। সে বাহুবল উপজেলার মহিষদুলং গ্রামের এলাইছ মিয়ার কন্যা। এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান নিহতের ঘটনাটি স্বীকার করেছেন।