স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নসরতপুর গ্রামে দুই মহিলাকে অচেতন করে কয়েক লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বাড়ির কর্মচারী। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের হাজী আব্দুর রহমানের বাড়িতে কর্মচারীর হিসেবে কাজ করতো মুক্তার হোসেন ও টোকাই মিয়া নামের দুই যুবক। গতকাল আব্দুর রহমান বাড়ি না থাকার সুযোগে তার স্ত্রী সাদিয়া বেগম (৫২) ও তার আত্মীয় মনু মিয়ার স্ত্রী ছুগেরা বেগম (৭০) কে অচেতন করে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকারসহ মালামাল নিয়ে যায় তারা। পরে তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।