স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের ন্যায় হবিগঞ্জ জেলা প্রশাসনসহ ৮টি উপজেলা প্রশাসনের উদ্যোগে একযোগে উন্নয়ন মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল ১০টায় জেলা ও উপজেলা পর্যায়ে শোভাযাত্রা বের হয়। বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন হয়। পরে আলোচনা অনুষ্ঠিত হয়। বিভিন্ন উপজেলা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন-
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩দিনব্যাপি উন্নয়ন মেলা গতকাল সোমবার থেকে শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জীথেন্দ্র কুমার নাথ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদ, উপজেলা যুবলীগের প্রতিষ্টাতা সভাপতি আবু ইউসুফ চৌধুরী, আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন, দৈনিক হবিগঞ্জ সময়ের প্রকাশক সেলিম তালুকদার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক লোকমান আহমেদ খাঁন, জাপা নেতা মুরাদ আহমেদ নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সলিল বরণ দাশ প্রমুখ। এছাড়াও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ গড়ার লক্ষ্য নিয়ে সারাদেশের ন্যায় বানিয়াচঙ্গে ৩ দিনব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালির মাধ্যমে উপজেলা পরিষদ মাঠে এ মেলার কার্যক্রম শুরু হয়েছে। বর্ণাঢ্য র্যালিতে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশির আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তাসহ শতশত মানুষ এ র্যালিতে অংশগ্রহন করেন।
পরে উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভা, কুইজ, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মেলা শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের এমপি আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশির আহমদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেক মাস্টার। সভাপতিত্ব করেন ইউএনও সন্দ্বীপ কুমার সিংহ। এ উন্নয়ন মেলা চলবে বুধবার পর্যন্ত। মেলায় ৩০টি স্টল অংশ নিচ্ছে। এ বিষয়ে ইউএনও সন্দ্বীপ কুমার সিংহ জানান, স্টলে সরকারের ১৭টি দফতরের উন্নয়ন কর্মকান্ডের তথ্য ও পরিসংখ্যান প্রদর্শনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদের উন্নয়নের ওপর ভিডিও প্রচার করা হবে। নারীদের অংশ গ্রহণে হস্তশিল্প ও পিঠাপুলির স্টলও রয়েছে। শিক্ষার্থীদের অংশগ্রহণে থাকছে কুইজ, বির্তক প্রতিযোগিতা। বঙ্গবন্ধুর স্বপ্ন ও আগামী দিনের বাংলাদেশসহ বিভিন্ন বিষয়ের ওপর প্রতিদিন আলোচনা সভার পাশাপাশি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
মাধবপুর প্রতিনিধি ঃ মাধবপুরে উন্নয়ন মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের উদ্বোধনীর মাধ্যমে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। মাধবপুর উপজেলা প্রশাসন আয়োজিত উন্নয়ন মেলা উপলক্ষে সকালে বর্ণাঢ্য এক র্যালী বের করা হয়। বিকেলে প্রধানমন্ত্রীর কনফারেন্স উন্নয়ন মেলা উদ্বোধনী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, মেয়র হিরেন্দ্র লাল সাহা, সহকারী কমিশনার (ভূমি) টিনা পাল, মহিলা ভাইস চেয়ারম্যান এড. সুফিয়া আক্তার হেলেন, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম, ডেপুটি কমান্ডার আব্দুল মালেক মধু, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, অধ্যক্ষ জাহির উদ্দিন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এড. মুহিত, চেয়ারম্যান ফারুক পাঠান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছাদু মিয়া, সমাজ সেবা কর্মকর্তা সুলায়মান মুজুমদার, পঃ পঃ কর্মকর্তা আকিব উদ্দিনসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। মেলায় ৪৬টি স্টল সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সচিত্র প্রতিবেদন প্রকাশ করেন।
চুনারুঘাট প্রতিনিধি ঃ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ঘিরে ‘উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’ এ স্লোগান নিয়ে গতকাল সোমবার থেকে চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। প্রথম দিনে গতকাল সোমবার সকাল ১০টায় শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরা, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ নির্মলেন্দু চক্রবর্তী, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার বারীন্দ্র চন্দ্র রায়, উপজেলা কৃষি অফিসার জালাল উদ্দিন সরকার, উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমিনসহ বিভিন্ন দপ্তরের লোকজন অংশ নেন। বিকেল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলা উদ্বোধন করেন। মেলায় ৩১টি স্টলে সরকারে বিভিন্ন উন্নয়ন ও সুযোগ সুবিধাসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম প্রদর্শনী হচ্ছে।