স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার চানভাঙ্গা নামকস্থানে মালবোঝাই ট্রাকের ধাক্কায় মুনছব উল্লাহ (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি উপজেলার রামশ্রী গ্রামের মৃত লেবাছ উল্লার পুত্র।
এ সময় এতে আহত হয়েছে কমপক্ষে ১০ জন। গতকাল সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মায়া বেগম (৩০), এমরান (১৮), তানিম (৯), অমৃত (১৫) ও মুনছব উল্লা (৬০) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মাঝে তানিমের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত সুত্রে জানা যায়, গতকাল ওই সময় চুনারুঘাট থেকে একটি টমটম যাত্রী নিয়ে নতুন ব্রীজ আসছিল। উল্লেখিতস্থানে পৌছলে বিপরীতদিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাক (চট্ট মেট্রো-ট-১১-১১৫০) টমটমকে ধাক্কা দেয়। এতে টমটমটি দুমড়ে মুচড়ে যায় এবং যাত্রীরা পাশের খাদে পড়ে আহত হয়। এদিকে রাত ৯টায় হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুনছব উল্লা মারা যায়। দূর্ঘটনাকবলিত ট্রাকটি স্থানীয় জনতা আটক করলেও চালক পালিয়ে যায়। দূর্ঘটনার পর ওই সড়কে আধঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।