স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমানের মাতা দেওয়ান জেবুন্নেছা চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। গতকাল সোমবার ২টা ৩০মিনিটে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি ৫ছেলে ও ৪মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। মরহুম দেওয়ান জেবুন্নেছা চৌধুরী একজন রতœগর্ভ মা ছিলেন। তাঁর বড় ছেলে চৌধুরী ফজলুল বারী কামাল ডিজিএফআই এর সাবেক পরিচালক, ২য় ছেলে চৌধুরী আশরাফুল বারী নোমান আইন পেশায় নিয়োজিত, ৩য় ছেলে চৌধুরী ফয়জুল বারী একজন প্রতিষ্টিত ব্যবসায়ী, ৪র্থ ছেলে চৌধুরী মিজবাহুল বারী লিটন গোপায়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ৫ম ছেলে চৌধুরী নিয়াজ মাহমুদ বিকেএসপির সাবেক কোচ ও জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক, বর্তমানে ইংল্যান্ড প্রবাসী। ৪ মেয়ের মধ্যে ১জন অস্ট্রেলিয়া ও ২জন ইংল্যান্ড এবং ১জন বাংলাদেশে রয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ২টায় নিজবাড়ি মিয়াবাড়ি মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।