প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী, সুবোধ জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী সুবোধ বনিকের মা ও বগলাবাজারের স্বর্গীয় গোপাল চন্দ্র বনিকের সহধর্মিনী নির্মলা বনিক পরলোকগমন করেছেন। গতকাল সোমবার সকাল ৬.৫৫ মিনিটে শহরের গার্নিংপাড়স্থ নিজ বাস ভবনে বার্ধক্য জনিত কারনে তিনি পরলোকগমন করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি ৩ পুত্র ২ কন্যাসহ বহু নাতী নাতনী রেখে গেছেন। তার জ্যেষ্ট পুত্র সুবোধ বনিক ও মেঝো পুত্র সুনীল বনিক যুক্তরাষ্ট্র প্রবাসী, ছোট পুত্র মন্টু বনিক কানাডা প্রবাসী। তার জ্যেষ্ট পুত্র সুবোধ বনিক গত ১৫ দিন পূর্বে স্বস্ত্রীক যুক্তরাষ্ট্র গমণ করেন।
স্বর্ণ ব্যবসায়ী সুবোধ বনিকের মায়ের মৃত্যু সংবাদ শুনে সমাজের বিভিন্নস্তরের মানুষ গার্নিংপাড়স্থ বাসভবনে ছুটে যান। তারা পুত্রদের অবর্তমানে নির্মলা বনিকের শোকাহত পরিবারকে শোক ও সমবেদনা জানান।