স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার বৃন্দাবন চা বাগানের দামছড়া এলাকা থেকে চোরাই ছাগলসহ ৭ চোরকে আটক করেছে জনতা। গতকাল সোমবার দুপুরে তাদের আটক করা হয়। আটকৃতরা হল-বাহুবল উপজেলার ইজ্জতপুর গ্রামের বাজিদ উল্লাহর পুত্র আহাম্মদ আলী (৩০), তরমুজ আলীর পুত্র ফয়জুর (২৫), খুর্শেদ মিয়ার পুত্র ইব্রাহিম (২৭), নছর উদ্দিনের পুত্র ফরিদ (২৪), সনু মিয়ার পুত্র আকবর আলী (৩০), আলাপুর গ্রামের আব্দুল লতিফের পুত্র সাহেদ উল্লা (২৮) ও চলিতাতলা গ্রামের ছিদ্দিক মিয়ার পুত্র আলা উদ্দিন (২৭)। জানা যায়, গতকাল দুপুরে দুইটি সিএনজি অটোরিক্সা নিয়ে বৃন্দাবন চা বাগানের ভিতর প্রবেশ করে বাগান শ্রমিক খোকন গোয়ালার তিনটি ছাগল চুরি করে নেয়ার সময় স্থানীয় লোক তাদের আটক করে। এ সময় সিএনজি অটোরিক্সাসহ তাদেরকে বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়।