প্রেস বিজ্ঞপ্তি ॥ ব্রাক আইডিপি বানিয়াচং সদর অফিসের উদ্যোগে গ্রাম উন্নয়ন সহযোগি দলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে বানিয়াচংস্থ ব্রাক আইডিপি বানিয়াচং সদর অফিস প্রাঙ্গনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
উপজেলা উন্নয়ন সমন্বয়কারী মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ সাখাওয়াত হাসান জীবন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ। উপস্থিত ছিলেন, সাদেক মিয়া, মখলিছুর রহমান ছাড়াও ওই অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীরা। উক্ত অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন এলাকার উন্নয়ন সমন্বয়কারী মোঃ ইলিয়াছ ফরাজী।