মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ ৩ দিনব্যাপি উন্নয়ন মেলার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বানিয়াচং উপজেলা প্রশাসন। আজ সোমবার সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালির মাধ্যমে উপজেলা পরিষদ মাঠে মেলা শুরু হচ্ছে। বিকাল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন করবেন। এ উন্নয়ন মেলা চলবে বুধবার পর্যন্ত। মেলায় ৩০টি স্টল অংশ নিচ্ছে। রবিবার বিকালে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহ। তিনি আরও জানান, স্টলে সরকারের ১৭টি দপ্তরের উন্নয়ন কর্মকান্ডের তথ্য ও পরিসংখ্যান প্রদর্শনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদের উন্নয়নের ওপর তথ্য চিত্র প্রচার করা হবে। নারীদের অংশ গ্রহণে হস্তশিল্প ও পিঠাপুলির স্টলও রয়েছে। মেলাকে আকর্ষনীয় করে তুলতে শিক্ষার্থীদের অংশগ্রহণে থাকছে কুইজ, বির্তক প্রতিযোগিতা। বঙ্গবন্ধুর স্বপ্ন ও আগামী দিনের বাংলাদেশসহ বিভিন্ন বিষয়ের ওপর প্রতিদিন আলোচনা সভার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান মেলারও আয়োজন করা হয়েছে। মতবিনিময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আমির হুসেন মাস্টার, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল, সাবেক সেক্রেটারি ও হবিগঞ্জ এক্সপ্রেস এর স্টাফ রিপোর্টার মখলিছ মিয়া, সাংবাদিক ফোরাম সেক্রেটারি রায়হান উদ্দিন সুমন, সাংবাদিক দেওয়ান শোয়েব রাজা, আশিকুল ইসলাম প্রমূখ।