স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ইজপুর-গাজীর মোকাম গ্রামবাসীর উদ্যোগে এমপি মুনিম চৌধুরী বাবুকে গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত শনিবার বিকালে ইউনিয়নের স্থানীয় গাজীর মোকামে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন দিনারপুর ফুলতলি গাউছিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আল্লামা শেখ ফরহাদ ছাদ উদ্দিন আহমদ। গজনাইপুর ইউপি যুব সংহতির আহবায়ক হাফেজ শেখ মিনহাজ উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংবর্ধিত ব্যক্তিত্ব ও নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকার সংসদ সদস্য এম. এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও গজনাইপুর ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুর উদ্দিন বীর প্রতীক, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার নির্বাহী সম্পাদক মুরাদ আহমদ, উপজেলা যুব সংহতির আহবায়ক নুরুল আমিন পাঠান ফুল মিয়া, গজনাইপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নুরুল হক তুহিন, ইউপি সদস্যা পারভিন আক্তার, যুবলীগ নেতা জমসেদ আলী, সাবেক মেম্বার মারাজ মিয়া, জাপা নেতা আনোয়ার মিয়া, ইউসুফ আলী প্রমুখ। এতে উপস্থিত ছিলেন জেলা যুব সংহতির যুগ্ম সাধারণ সম্পাদক মিলাদ হোসেন সুমন, শিক্ষা বিষয়ক সম্পাদক হেলাল আহমদ, কেন্দ্রীয় ছাত্র সমাজের সদস্য আব্দুল মতিন চৌধুরী, জেলা যুব সংহতির যুগ্ম শ্রম বিষয়ক সম্পাদক শেখ সুহেল, উপজেলা যুব সংহতির যুগ্ম আহবায়ক নাজমুল খাঁন ও মোজাহিদুল ইসলাম শাহিন, পানিউমদা ইউপি জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ লুৎফুর রহমান (অবঃ প্রাপ্ত কর্পোরাল), গজনাইপুর ইউপি যুবসংহতির সদস্য সচিব আব্দুল মালিক খাঁন, যুব সংহতি নেতা সেলিম আহমদ, মিজানুর রহমান, পানিউমদা ইউনিয়ন যুব সংহতির আহবায়ক আব্দুল মতিন মুন্না, সদস্য সচিব বাহারুজ্জামান বাহার, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ, নবীগঞ্জ সদর ইউপি যুব সংহতি নেতা আব্দুল কাহার। সভার শুরুতেই আয়োজক কমিটির পক্ষ থেকে সকল অতিথিবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং গ্রামবাসীর পক্ষ এমপি মুনিম চৌধুরী বাবুকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। সংবর্ধনা সভায় সংবর্ধিত ব্যক্তিত্ব ও প্রধান অতিথি এমপি মুনিম চৌধুরী বাবু তার বক্তব্যে বলেন, ইজপুর-গাজীর মোকামের রাস্তা পাকা করণ সহ পর্যায়ক্রমে সাতাইহালের অপর দুটি রাস্তা পাকা করণ করা হবে। এছাড়া ঘরে ঘরে বিদ্যুত সংযোগসহ এলাকার সার্বিক উন্নয়নে আমার সার্বিক প্রচেষ্ঠা অব্যাহত থাকবে।