স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর এড়ালিয়া গ্রামে রাস্তা নিয়ে দুই দলের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। গতকাল রবিবার সকাল ৯টায় এ সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের মনছব আলীর সাথে জাবেদ আলীর রাস্তা নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহতরা হচ্ছে, আনোয়ার মিয়া (৫৫), মালিকুননেছা (১২) ও হাজেরা বেগম (২২)।