প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার নজির মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ শাহ আলমের মৃত্যুতে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক স্মরণসভা ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল রোববার বিকাল ৫টায় উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানীর পরিচালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি শাহিনুর আক্তার চৌধুরী পান্না, মোঃ ছুরুক মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বখত চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক সমীরন কিশোর দাশ, অর্থ সম্পাদক লোমেশ রঞ্জন দাশ, তথ্য ও প্রচার সম্পাদক মৃনাল কান্তি দাশ, মহিলা বিষয়ক সম্পাদিকা হলি খাতুন, সহ সম্পাদিকা সবিতা রায়, সদস্য সীতেশ দাশ তালুকদার, সহকারী শিক্ষক রাখাল চন্দ্র দাশ, আছিয়া আক্তার, দুলাল মিয়া প্রমুখ। অনুষ্ঠান শেষে উপজেলার শিক্ষকদের পক্ষ থেকে প্রয়াত শিক্ষক সৈয়দ শাহ আলমের স্ত্রী শারমিন আক্তার আয়শার নিকট নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।