প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন। গত শনিবার দূর্লভপুর বাজারে ৬নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের কমিটি গঠন কল্পে ইউনিয়ন যুবলীগের আহবায়ক ও উপজেলা যুবলীগের সদস্য নেছার আহমদ জগলুর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আবু সাঈদ এবং নবীগঞ্জ পৌর যুবলীগের সদস্য দেওয়ান জাবেদ আহমেদ এর যৌথ পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ৯নং বাউসা ইউপি চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ্ গুল আহমদ কাজল, যুগ্ম আহমদ লোকমান আহমদ খাঁন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মোঃ জিতু মিয়া মাহি, ১০নং দেবপাড়া ইউপি যুবলীগের যুগ্ম আহবায়ক খরছু আহমেদ সাজু, পৌর যুবলীগের সদস্য তালুকদার সিরাজুল ইসলাম জাহেদ, ৬নং কুর্শি ইউপি যুবলীগ নেতা আবুল হোসেন, মোঃ ইকবাল হোসেন, ২নং ওয়ার্ড সভাপতি আব্দুস সামাদ আজাদ, ৩নং ওয়ার্ড সভাপতি সুমন আহমেদ চৌধুরী, আতাউর রহমান, মামুন আহমেদ, রিপন শীল, দুদু মিয়া, মোঃ গফুর মিয়া, জাহাঙ্গীর মিয়া, ছাত্রলীগ নেতা নুরুল আমিন রিহান, জাবেল আহমেদ, সোহাগ আহমেদ। সভা শেষে মোহাম্মদ আলী লেদু-কে সভাপতি, মোঃ মশাহিদ মিয়া-কে সাধারণ সম্পাদক ও মোঃ দাইমুদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।