কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ মৌলভীবাজারে শ্রীমঙ্গলে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় শ্রীমঙ্গলের বিটিআরআই গেস্ট হাউস অনুষ্ঠিত এক বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত গৃহিত হয়েছে। বৈঠকে বিজিবির রিজিওন্যাল কমান্ডার ব্রি.জে. আবুল হাসনাত, মৌলভীবাজারের জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, মৌলভীবাজার পৌর মেয়র ফজলুল রহমান, সিলেট বিভাগীয় পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক সহ প্রশাসন ও বিজিবির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে পরিবহন শ্রমিকদের দাবি গুলো বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়।